twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, June 2, 2013

বাংলালিক ইন্টারনেট এ বারবার ডিসকানেক্ট হওয়া সমস্যা এর সমাধান

বাংলালিংক এর আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ব্যাবহার করি । যদিও এই  আনলিমিটেড এর আবার লিমিট আছে ।  গত কয়েক মাস ধরে একটা সমস্যা দেখছি যে বাংলালিংক ইন্টারনেট এর সংযোগ কিছুক্ষণ পর পর বিছিন্ন হয়ে যাচ্ছে । বিশেষ করে সকালের দিকে তো ৫ মিনিট পর পর সংযোগ বিছিন্ন হয়ে যাচ্ছে



 । বারবার কানেক্ট করাটা একটা ঝামেলার ব্যাপার এছাড়া আমাদের অনেকের অভ্যাস যে ডাউনলোড দিতে দিয়ে ঘুমিয়ে পড়া । তো সমস্যা সমাধানের জন্য কাস্টমআর কেয়ার এ ফোন দিলে বলে যে ওয়েদার এর প্রব্লেম । যাই হক তাদের ইন্টারনেট ব্যাবহার করাটা অসম্ভব হয়ে পড়ছিল , আমার অনেক বন্ধু ও ফেসবুক এর বন্ধুদের কাছ থেকেও শুনলাম তাদের ও এমন সমস্যা দেখা দিচ্ছে । এজন্য এর সমাধানের জন্য একটা  সফটওয়ারে পেয়ে গেলাম । যার নাম হচ্ছে রিকানেক্ট সফটওয়ারে ।



প্রথমে সফটওয়ারে টি ডাউনলোড দিয়ে ইন্সটল করব । তারপর মোডেম বা পিসিস্যুট  চালু করব । কিন্তু মোডেম বা পিসি স্যুট এর সাহায্যে কানেক্ট করব না । এই রিকানেক্ট  সফটওয়ারে দিয়ে কানেক্ট করব । এবার যতোই ডিসকানেক্ট না কেন ২ -৩ সেকেন্ডের মধ্যে আবার কানেক্ট হয়ে যাবে অটোমেটিক । আইডিএম ও আর ডাউনলোড করতে করতে থাম্বে না । এছাড়া  সেটিং এ ক্লিক করে তাতে গিয়ে সেটিং করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতন । সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করুন । 

3 comments:

  1. রুবেল সফটওয়ারটা যদি কয়েক দিন আগে দিতে তাহলে আমার এত গুল টাকা নষ্ট হতো না ।

    ReplyDelete
  2. আমি সমস্যা টা রিসেন্টলি ফেচ করছি , তাই এখন দিলাম ।

    ReplyDelete
  3. dhonnobad Rubel Bhai , khub somossai silam

    ReplyDelete