১. এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এক্ষেত্রে আপনি http://www.youtube.com
ঠিকানা ব্যাবহার করার আগে শুধুমাত্র http এর জাইগাতে https লিখুন । অর্থাৎ ঠিকানাটি
হচ্ছে https://www.youtube.com
২. এটিও একটি সোজা পদ্ধতি , এক্ষেত্রে
আপনি প্রক্সি সাইট ব্যবহার করতে পারেন , ধরা জাক আপনি www.hidemyass.com এ গেলেন
। এটি একটি প্রক্সি সাইট । এই সাইটের নিচে খালি ঘরে www.youtube.com লিখে Hide
my ass বাটনে ক্লিক করলে আপনি ইউটিউবে ঢুকতে পারবেন । তবে
এক্ষেত্রে ইন্টারনেট স্পীড বেশি না হলে
সম্ভব হই না । আরও একটি প্রক্সি সাইট হল www.freshproxy.eu
৩. ভিপিএন ব্যবহার করতে পারেন এটি তেমন
স্পীড স্লও করে দেই না । ভিপিএন এখানে থেকে ডাউনলোড করে নিন । জাস্ট ইন্সটল করে,
ইন্টারনেট কানেক্ট করুন । করার পরে এটি
চালু করুন , এবার আরামসে ব্লক হওয়া সাইট ব্রাউজ করুন ।
৪. ইউটিউব আনলকার ব্যবহার করতে পারেন ।
www.youtubeunlocker.com গিয়ে আপনার পসন্দের ভিডিও লিঙ্ক টি বসান । এরপর দেখুন ইউটিউব ।
৫. আইপি লুকাতে পারেন একটি সহজ অ ছোট
সফটওয়্যার ব্যাবহার করে । এখান থেকে ডাউনলোড করে নিন । ইন্সটল করে ,
রুন করবেন না । না করে ক্র্যাক টি কপি করে সি ড্রাইভের সফটওয়্যার তির Installed
ফোল্ডারে রিপ্লেস করুন । এবার চালু করুন । এবং hide ip বাটনে ক্লিক করে আইপি লুকান । তারপর ব্রাঅউজ করুন মনের মতন ।
৬ এইটা আমার সবচেয়ে প্রিয় পদ্ধতি তা হল
ব্রাউজআরের stealthy অ্যাডন্স ব্যাবহার করা । মজিলা বা ক্রম উভয়
ব্রাউজআরেই ব্যাবহার করা যাবে । এবং খুব ভালভাবে স্পীড না হারিএ ( ক্ষেত্রবিশেষ
ফাস্ট) আপনি ইউটিউব ব্রাউজ করতে পারবেন । প্রথমে www.stealthy.co এই ঠিকানাই
যেয়ে Install Now এ ক্লিক করুন ।
এরপর এটি ইন্সটল হএ যাবে । এবার আপনার ব্রাউজার
টি রিস্টার্ট করুন । এখন দেখুন ব্রাউজার টির কোনার দিকে
একটি তীর চিন্নহ দেখা যাচ্ছে ।
এখানে ক্লিক করলে এটি সবুজ হলে কাজ শুরু করে দিবে ।
এই আইকনটির উপর রাইট বাটন এ ক্লিক করে অপশন মেনু
থেকে ইচ্ছামত দেশের আইপি ব্যাবহার করতে পারবেন ।
এছাড়া বহু উপায় আছে । আরও জানতে ভিজিট
করুন www.techcd.tk এই সাইট টি তে ।
No comments:
Post a Comment