প্রথমে আমি বলে রাখি এটা আমার নিজের লেখা নই । টেকটিউনস থেকে
নেওয়া লেখাটি । এজন্য আমি ক্ষমা চাচ্ছি । টেকটিউনস এই পদ্ধতি নিয়ে অনেকেই প্রাই
অভিন্ন লেখা লিখেছেন । সেখান থেকে আমি এটা জেনেছি , নিজে ফ্রী ইন্টারনেট ব্যাবহার
করছি , তাই অন্যরা ও যাতে ব্যাবহার করতে পারে সেজন্য এই লেখাটি ।
প্রথমে সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিন
১. Reconnect
2. Proxifier
এখন আপনার জিপি সিমটি নোকিয়া পিসি সুইট অথবা জিপি মডেম দিয়ে
পিসিতে কানেক্ট করুন।
Nokia PC
Suite থেকে Tools এ যেয়ে option এ যান
তারপর Connect
to the Internet এ যান।
তারপরে use manual setting এ access point এ gpmms লিখুন ।
এবার Proxyfier ইনস্টল করে ওপেন করুন। রেজিস্ট্রেশন করার জন্য Key হিসাবে KFZUS-F3JGV-T95Y7-BXGAS-5NHHP দিন।
এবার Proxyfier ওপেন করে বামদিকে কোনায় Proxy servers এ ক্লিক করুন।তারপরে নিচের চিত্রের মতন করে সেটিং করুন । যেহেতু প্রথম বার করছেন অ্যাড নিউ তে ক্লিক করুন
হয়ে গেলে এবার Reconnect সফটওয়ারটা ওপেন করুন।এবং কানেক্ট এ ক্লিক করুন । ৩মিনিট পর ডিসকানেক্ট হয়ে গেলে এটি আবার মডেমকে কানেক্ট করে দেবে।
এখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ফুল স্পীডে ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন।
এবার চিত্রানুযায়ী IDM কে কনফিগার করুন।
সমস্যা হলে জানাবেন ।
ভাই কাজ করেনা তো...
ReplyDeleteআমি চালাচ্ছি , আপনার নিশ্চয় কোন ভুল হয়েছে । দয়া করে আবার চেষ্টা করুন । তারপর ও না হলে আমাকে জানান ।
Deleteআমি এ পর্যন্ত ৮ জিবি+ ডাউনলোড করেছি । জইতু জিপি ।
ReplyDelete