আসলামুয়ালাইকুম
আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন ।
আমিও আছি ভালই । সামনে ভর্তি পরীক্ষা থাকাই ইচ্ছা থাকলেও টিউন করাটা কষ্টকর হয়ে
যাচ্ছে । যাই হক এবার কাজের কথাতে আসি ।
আজকের আলচনার
বিষয় কিভাবে উইন্ডোজ ৭ এ লগ অন স্ক্রিনে নিজের পছন্দ
মত ছবি সেট করার ব্যাপারে । যেভাবে করবেন ।
১. স্টার্ট মেনুর Run অপশন এ যেয়ে regedit লিখে Run করুন ।
২. তারপরে পরজাইক্রমে এই ফোল্ডার গুলো ওপেন করতে থাকুন । ‘HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background‘.
৩. ‘OEM Background’ এ ডাবল ক্লিক করে ওপেন করুন এবং value 1 করে দিন ।
‘OEM Background’ অপশন টি অখানে না থাকলে
আপনাকে তৈরি করে নিতে হবে ।
৪.তারপরে যে ছবিটি সেট করতে চান , তা ঠিক
করে নিন , খেয়াল রাখতে হবে ছবিটি যেন ২৪৫ কিঃবাঃ এর বেশি না হয় ।
৫.এখন ছবিটি এই ফোল্ডারে কপি করুন ‘%windir%\system32\oobe\info\backgrounds‘
folder. এই নামে ফোল্ডার না থাকলে তা তৈরি করে নিন
।
৬.ছবিটি রিনেম করুন এই নামে backgroundDefault.jpg
তারপর আপনার কম্পিউটার রিস্টার্ট করলে দেখবেন
যে লগ অন স্ক্রিন পরিবর্তন হয়ে গিয়েছে । ধন্যবাদ ।
‘OEM Background’ কিভাবে তৈরী করতে হবে?
ReplyDelete