অনেক
ওয়েবসাইট আছে , যেগুলো ছোট কিন্তু কাজের । এইসব ওয়েবসাইটে অনেক কিছু শেখার থাকে ।
যা বারবার প্র্যাকটিস করে শিখতে হয় । যেমন
www.webcoachbd.com । এই সাইট টি তে শেখার ও জানার অনেক কিছু আছে । আপনি যদি মনে
করেন যে সাইট টি আপনি ডাউনলোড করে অন্য সময় দেখে ভাল করে শিখতে পারেন বা সব
টিউটোরিআল গুলো সংগ্রহে রাখবেন । তাহলে আপনাকে সম্পূর্ণ সাইট টি কপি করে আপনার
পিসি তে রেখে দিতে হবে । এই রেখে দেওার জন্য বা ওয়েবসাইট ডাউনলোড করে রাখার জন্য একটি
চমৎকার সফটওয়্যার আছে । যার নাম হচ্ছে httrack website copier । সফটওয়্যার টি এখান থেকে
ডাউনলোড করে নিন ।
যেভাবে সাইট কপি করবেন , প্রথমে সফটওয়্যার টি ওপেন করুন
Project
name এ প্রোজেক্ট এর নাম লিখুন । প্রোজেক্ট
ক্যাটাগরি যা তা একটা লিখুন । এরপর
next
এ ক্লিক করুন ।
এবার Web Adress (URL) বক্সের
ভিতরে যে ওয়েবসাইট টি কপি করতে চান সেই অ্যাড্রেস তা দিন তারপরে next বাটনে ক্লিক করুন । এবার ওয়েসিতে টি কপি হতে শুরু করবে । কপি শেষে ডাউনলোড
হওয়া সাইট টি c ড্রাইভ এর my webs ites নামক ফোল্ডার এ সেভ
থাকবে প্রজেক্ট এর নামে । ভিতরে গিএ index.htm ওপেন করলেই সেভ হয়ে
থাকা সাইট টি দেখতে পারবেন ।
No comments:
Post a Comment