twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, June 25, 2015

Linux এর উপকারিতা ও অপকারিতা !

Linux  সম্পর্কে আগে আপনাদের বলেছি ! এটা হচ্ছে  মূলধারার প্রোগ্রামারদের সবচেয়ে পছন্দের OS !

এর অনেক উপকারিতা আর অপকারিতা আছে !

উপকারিতা :

*প্রায় সব অ্যাপস Open Source , মানে টাকা লাগে না !

*কমান্ড দিয়ে সব কাজ করা সম্ভব !


*বেশিরভারগ Linux লাইভ বা ইন্সটল না করে সরাসরি চালানো যায় !

*Slow/Low Configuration PC তে ফাস্ট চলে !

*হ্যাকিং এর কাজে বহুল ব্যাবহার করা যায় !

*আলাদা Driver ইন্সটল করার দরকার হয় না !

*ভাইরাস এর আক্রমন নেই বললেই চলে !

*নতুন ভার্সন ইন্সটল করার দরকার পরে না ! আপডেট করলেই হয় !

*Windows এর তুলনায় হাজারগুন নিরাপদ !

*ইচ্ছামতো মডিফাই করা যায় !

*Sudo Power নিয়ে বা রুট (root) পাওয়ার নিয়ে কাজ করা যায় !

অপকারিতা :

*বুঝার জন্য মাথা খাটাতে হয় অনেক !

*কাজ ইকটু জটিল !

*Third Party Useful Apps মানে Photoshop আরো ভালো কিছু সফটওয়্যার কাজ করে না !

*কমান্ড দিয়ে অনেক কাজ করতে হয় তাই অনেকে না বুঝে ঝামেলায় পরে জান !

*ইন্সটল দিতে গিয়ে হার্ড ডিস্ক ফরমেট করে ফেলেন অনেকে !

আরো অনেক আছে কিন্তু এগুলাই মূলত সমস্যা হয় !ধন্যবাদ সবাইকে

No comments:

Post a Comment