twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, June 25, 2015

ক্রিকেটের বাংলা লাইভ স্কোর দেখার অ্যাপ

ক্রিকেটে একের পর এক সুখবর উপহার দিচ্ছে টাইগাররা। ক্রিকেট উন্মাদনাও যোগ হয়েছে নতুন মাত্রা। তাই ক্রিকেট খেলার সর্বশেষ স্কোর জানতে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন অনেকে। আর এ হার বাড়তে থাকায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট লাইভ স্কোর দেখার সুযোগ দিচ্ছে।


তবে লাইভ বাংলা স্কোর যদি দেখা যায় তাহলে কেমন হয়? স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা দেখার সুযোগ করে দিতে হাজির হয়েছে ‘ক্রিকেট বাংলাদেশ’ নামের একটি অ্যাপ।


কয়েক মাস আগে উন্মুক্ত হওয়া  ‘ক্রিকেট বাংলাদেশ’ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেড

এ অ্যাপের নতুন এ সংস্করণে আগের সব ফিচারের সঙ্গে নতুন যুক্ত করা হয়েছে বাংলাতে লাইভ স্কোরিং দেখার সুবিধা। ‘লাইভ স্কোরবোর্ড’ অপশনটি থেকে সুবিধাটি পাওয়া যাবে।

অ্যাপটিতে খেলার সর্বশেষ খবরগুলো সাজানো আকারে পাওয়া যাবে। রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নানা ভিডিও, সর্বশেষ খবর এবং খেলোয়াড় ও দলের র‌্যাংকিংয়ের তথ্য।
খেলা চলাকালীন সময় টেলিভিশনের সামনে না থাকলেও এটির সাহায্যে লাইভ স্কোর দেখার সুবিধা রয়েছে। তবে সেক্ষেত্রে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
অ্যাপের ‘টাইগার্স’ অপশনে রয়েছে বাংলাদেশ দলের সব সদস্যের পরিচিতি এবং তিন ফরম্যাটে তাদের সর্বশেষ পরিসংখ্যান।
অ্যাপটির চমৎকার একটি অপশন হলো স্যোসাল মিডিয়া। এখানে ক্রিকেট নিয়ে স্যোসাল মিডিয়াতে আলোচনাগুলোও এক নজরে দেখে নেয়া যাবে।
এ ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
Download link: https://play.google.com/store/apps/details?id=com.dream71.cricketbangladesh

1 comment: