আজকাল হারহামেশাই
ফেসবুক কর্তৃপক্ষ যে কারোর আইডি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হতে ব্লক করে দিচ্ছে ।
এই ব্লকের মেয়াদ সাধারনত ৩ দিন থেকে ৩০ দিন পর্যন্ত । অবস্থা এতই করুন যে অনেক সময়
একমাস ব্লক কাটিয়ে উঠতে না উঠতে তেয় অনেকে ব্লক হচ্ছেন । আর ব্লক হওয়াটা যে কতটা
বিরক্তিকর তা ফেসবুক বেবহারকারিরা ভাল জানেন । কিন্তু কয়েকটি টিপস ফলো করলে এমন
ব্লক খাওয়ার হাত থেকে বাচতে পারেন ।
যে টিপস গুলো মেনে
চলতে পারেন :
১.একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টার
মধ্যে ২৭ টির বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন না ।
২. শুধুমাত্র বেধি
বেশি লাইক কমেন্ট পাবার জন্য গনহারে রিকুয়েস্ট পাঠাবেন না ।
৩. পারলে যারা mutual friend বেশি আছে তাদের রিকুয়েস্ট পাঠান ।
৪. এক ঘণ্টাতে ৩ টির
বেশি রিকুয়েস্ট পাঠাবেন না ।
৫. পারলে শুধুমাত্র
পরিচিত মানুষদের রিকুয়েস্ট পাঠান ।
৬. জনপ্রিয় বা
সেলিব্রিতি মানুষকে রিকুয়েস্ট না পাঠিয়ে ফলো করার চেষ্টা করুন ।
৭. এমন কাওকে রিকুয়েস্ট না পাঠালে ভাল হয় , যে আপনার
রিকুয়েস্ট অ্যাঁকসেপট করবে না বা না করার সম্ভাবনা বেশি ।
৮. যদি দেখেন যে আপনার
রিকুয়েস্ট অ্যাঁকসেপট হচ্ছে না তেমন , তাহলে কয়েকদিন পাঠানো বন্ধ রাখুন ।
৯. অনেক সময় কাওকে
রিকুয়েস্ট পাঠাতে গেলে ফেসবুক জিজ্ঞাসা করে আপনি একে আসলেই বাস্তবে চেনেন কিনা ?
এমন প্রশ্ন করলে কনফার্ম এ না ক্লিক করে ক্যানসেল করে দেওয়া উচিত ।
১০. খেয়াল রাখবেন জেন
আপনার পাঠানো রিকুয়েস্ট জেন গ্রহন হই নি , এমন রিকুয়েস্ট জেন না বেড়ে যায় । দরকার
হলে রিকুয়েস্ট ক্যানসেল করে দিবেন ।
আমার মনে হয় এই নিয়ম
গুলো মোটামুটি মেনে চললে আপনার ব্লক খাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে । ধন্যবাদ
আপনাকে ।
No comments:
Post a Comment