twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, February 5, 2013

এবার অটো বন্ধ হবে কম্পিউটার


আমরা অনেক সময় রাত্রে ঘুমানোর পূর্বে কোন ফাইল বা মুভি বা অন্য যে কোন কিছু ডাউনলোড দিতে দিয়ে ঘুমিয়ে পড়ি ।এবং একটি নির্দিষ্ট সময় পরে কষ্ট করে উঠে পিসি বন্ধ করতে হয় যা ঝামেলার কাজ । এখন থেকে এই ঝামেলা কে গুড বাই বলুন । নিচের ধাপ গুলো অনুসরন করুন এবং ইচ্ছামত একটা সময় নিরধারন করে দিন , তাহলে সেই সময় পরে আপনার পিসি অটো বন্ধ হয়ে যাবে ।

 

প্রথমে আপনাকে যেকাজটা করতে হবে তা হল।আপনাকে রান কমান্ডে প্রবেশ করতে হবে, এবার রান কমান্ডে নিচের কোড গুলি লিখুন 

          shutdown.exe -s -t 600

                                             
                                              
                                                  
এটার হিসাব হবে সেকেন্ডএ অর্থাৎ আমি এখানে ৬০০ দিয়েছি  কারন হল ১০ মিনিটে পর আমি আমার পিসিটা অটো শাটডাউন
করতে চায় তারপর এন্টার চাপুন । সোজা বাংলাই যত সেকেন্ড পরে বন্ধ করতে চাই তা টি এর পরে স্পেস দিয়া উল্লেখ করব ধন্যবাদ পোস্ট পড়ার জন্য ভাল লাগলে ফেসবুক এ শেয়ার করে দিন ।

2 comments:

  1. বাহ ভাল সিস্টেম তো, আগে একটা ছোট সফট বেবহার করতাম এইজন্য

    ReplyDelete
  2. valo rubel, tobe aktu unnoto post daw

    ReplyDelete