twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, August 1, 2012

জেনে নিন বন্ধুর আইপি এড্রেস ফেসবুকের মাধ্যমে


ফেসবুকে বন্ধুকে একটি মেসেজ দিয়ে আপনি তার আইপি এড্রেস জেনে নিতে পারেন। আর কারো আইপি জানলেই কেল্লাফতে!! ওই আইপি থেকে আপনি বাসার ঠিকানা ম্যাপ দেখে দেখে বের করে ফেলতে পারবেন সহজেই। চলুন তাহলে দেখে আসি কিভাবে এটা করবেন-
. প্রথমে এই লিঙ্কে যান-http://www.myiptest.com/staticpages/index.php/how-about-you 
. এখানে তিনটি বক্স দেখবেনঃ
*Link for person: এই লিঙ্কটি যাকে আপনি ট্রেস করবেন তার জন্য
*Redirect URL: http:// এখানে  www.facebook.com লিখুন
*Link for you: এটা আপনার জন্য
এবার আপনি ‘Link for person’ এর লিঙ্কটি আপনার বন্ধুকে মেসেজ করুন বা লিখে সেখানে ক্লিক করতে বলুন।
আপনি নিজে ‘Link for you’ এর লিঙ্কে ক্লিক করে সেখানে বসে থাকুন। আপনার বন্ধু যদি লিঙ্কে ক্লিক করে তবে সেখানে তার আইপি এড্রেস দেখা যাবে। আপনারটাও থাকবে
নিজের আইপি চেক করতে এখানে যান-http://www.whatismyip.com/
এবার আপনি আপনার বন্ধুর আইপি পেয়ে গেছেন নিশ্চয়। কিন্তু এখন কি করবেন?
. এবার এখানে যান-  http://www.ip-adress.com/ip_tracer/  
যেয়ে নিচের আইপি লিখার বক্সে আপনার বন্ধুর আইপি লিখুন। লিখে Track IP বাটনে ক্লিক করুন
এবার আপনি ভিকটিমের সব ইনফো দেখতে পাবেন যেমন- সে কোন দেশের,তার ইন্টারনেট প্রোভাইডার লোকেশন,অপারেটিং সিস্টেম, ব্রাউজার ইত্যাদী। ম্যাপে তার অবস্থান দেখাবে। এই পেইজটি খুলে রাখুন। তবে এখানে একটু ঝামেলা আছে। ম্যাপে ঠিকমত লোকেশন দেখায় না। একটু উলটাপালটা হয়। তাই-
. এখানে যান-http://www.findlatitudeandlongitude.com/find-address-from-latitude-and-longitude.php যেয়ে আগের পাওয়া Longitude Lattitude বক্সে বসিয়ে দিয়ে Load বাটনে ক্লিক করুন। তাহলেই ম্যাপে আপনার বন্ধুর লোকেশন পেয়ে যাবেন আশা করি
যদি আরো নিখুত ঠিকানা পেতে চান তাহলে Google Earth সেটআপ করে সেখানে Longitude Latitude দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন
*Longitude Latitude কে Decimal অথবা Degree তে এখান থেকে Convert করতে পারবেন (যদি লাগে)- http://transition.fcc.gov/mb/audio/bickel/DDDMMSS-decimal.html

No comments:

Post a Comment