twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, July 19, 2012

একই কম্পিউটারে একাধিক ইয়াহ মেসেন্জোর ব্যাবহার করুন


আমি রুবেল হাসান আজ আমি আমি আপনাদের দেখাবো যে কিভাবে একই কম্পিউটারে একাধিক ইয়াহ মেসেন্জোর ব্যাবহার করবেন তা । চলুন তা শুরু করা যাক ।

প্রথমে রানে যেয়ে regedit  লিখে রান করুন এরপর

HKEY_CURRENT_USER এ ক্লিক করুন । এরপর software এ । এরপর যান yahoo তে গিয়ে pager এ তারপর এ test এ ক্লিক করুন । সেখানে (defult) নামে একটি ফাইল আছে । ফাকা যায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে new সিলেক্ট করে DWORD (32-bit) value তে ক্লিক করুন । দেখবেন যে new value#1 নামে একটি ফোল্ডার তৈরী হয়ে গেছে ।এখানে ফোল্ডারটি কে রিনেম করে plural লিখে দেন । এথন plural নামের ফোল্ডারটি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে modify সিলেক্ট করে value data 0 কে 1 করে দিন । ok বাটনে ক্লিক করুন । করার পরে বের হযে আসুন ।

অাপনার ডেস্কটপে yahoo messenger এ ক্লিক করুন । আবার করুন কি হচ্ছে ?? দুইটি মেসেন্জার ওপেন হয়ে গেল তো ?




বি: দ্র: ইয়াহ মেসেন্জোরটি সাইন আউট অবস্থায় থাকতে হবে 

No comments:

Post a Comment